Emergency
Contact

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনপ্রক্রিয়া

ধাপসমূহঃ

১। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য প্রথমে (https://services.nidw.gov.bd/nid-pub/citizen-home/apply)- এই ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং এ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

২। আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর আবেদনপত্রে উল্লিখিত তারিখে নিম্নবর্ণিত ডকুমেন্টসসহ কন্স্যুলেটে আবেদনকারীকে উপস্থিত হতে হবেঃ

ক) আবেদনপত্রের প্রিন্টেড কপি,

খ) আবেদনকারীর ১ কপি পাসপোর্ট সাইজের ফটো,

গ) আবেদনকারীর অনলাইনে যাচাইযোগ্য বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিট)

অথবা

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশী বংশোদ্ভূত আবেদনকারীকে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশী দূতাবাস বা বাংলাদেশী কন্স্যুলেট কর্তৃক ইস্যকৃত অনলাইনে যাচাইযোগ্য বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিট)

ঘ) আবেদনকারীর মেয়াদসম্বলিত বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি

অথবা

আবেদনকারীর মেয়াদোত্তীর্ণ বাংলাদেশী পাসপোর্টের ফটোকপি

অথবা

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী তিনজন বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-ধারী ব্যক্তি কর্তৃক আবেদনকারীর বাংলাদেশী নাগরিক মর্মে নির্ধারিত ফরমে প্রদত্ত প্রত্যয়নপত্র,

ঙ) আবেদনকারীর পিতামাতার বাংলাদেশী জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর কপি,

অথবা

আবেদনকারীর পিতামাতার অনলাইনে যাচাইযোগ্য বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদ (১৭ ডিজিট) এর কপি,

অথবা

আবেদনকারীর পিতামাতার বাংলাদেশী পাসপোর্টের কপি

অথবা

আবেদনকারীর পিতামাতার বাংলাদেশী অনলাইনে যাচাইযোগ্য বাংলাদেশী মৃত্যু নিবন্ধন সনদ (১৭ ডিজিট) এর কপি (মৃত হলে),

অথবা

ওয়ারিশান সনদের কপি

অথবা

আবেদনকারীর পিতামাতা বাংলাদেশের বাসিন্দা মর্মে নাগরিক সনদের কপি,

অথবা

আবেদনকারী অথবা আবেদনকারীর পিতামাতার দ্বৈত নাগরিকত্ব সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

অন্যান্য শর্তাবলিঃ

  • ০১ অক্টোবর ২০১০ তারিখের পূর্বে জন্মগ্রহণকারী বাংলাদেশী অথবা মার্কিন পাসপোর্টধারী বাংলাদেশী বংশোদ্ভূত ব্যক্তি আবেদন করতে পারবেন,
  • কন্স্যুলেটে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর ছবি পরিবর্তন হবে না।
  • ইতোপূর্বে ভোটার হয়ে থাকলে নতুন নিবন্ধনের প্রয়োজন নাই। 
  • জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবাটি বিনামূল্যে প্রদান করা হয়।

বাংলাদেশে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবেদন যাচাইয়ের সময় আবেদনকারী কর্তৃক নির্ধারিত ব্যক্তির নিকট আবেদনকারীর বয়স, নাগরিকত্ব এবং ঠিকানার সঠিকতা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (জন্ম সনদ, পাসপোর্টের কপি, বাংলাদেশী ঠিকানার বিদ্যুৎ/পানি/গ্যাস বিলের কপি ও অন্যান্য) সংগ্রহে রাখার জন্য অনুরোধ করা হল। 

Procedure for National Identity (NID) Card

Steps:

  1. Please visit the link (https://services.nidw.gov.bd/nid-pub/citizen-home/apply)- to apply and get appointment,
  2. After completing the application and making appointment, please visit the consulate with the following documents:
  1. Printed copy of the application form and appointment slip,
  2. One passport size photo,
  3. A copy of the online verifiable Bangladeshi Birth Certificate (17 Digit)Or

Or

A copy of the online verifiable Bangladeshi Birth Certificate (17 Digit) issued from the Bangladesh Embassy or Bangladeshi Consulate Generals in the United States in case the applicant is a Bangladeshi American,

  1. A Copy of the Applicant’s valid Bangladeshi Passport

Or

               A Copy of the applicant's invalid Bangladeshi Passport

Or

                A declaration signed by three Bangladeshis with National Identity (NID) Card residing in the USA in the prescribed Form stating the Applicant is a Bangladeshi

  1. A Copy of the Applicant’s Parents Bangladeshi National Identity (NID) Card

Or

A copy of the Applicant’s Parents online verifiable Bangladeshi Birth Certificate (17 Digit)

Or

A Copy of the Applicant’s Parents Bangladeshi Passport

Or

A copy of the Applicant’s Parents online verifiable Bangladeshi Death Certificate (17 Digit) [If Dead]

Or

A copy of Succession Certificate

Or

Bangladeshi Nationality Certificate of the Applicant’s Parents

Or

Dual Nationality Certificate of the Applicant’s Parents (If Available)

Other Conditions:

  1. Any Bangladeshi or Bangladeshi American born before 01 October 2010 can apply for National Identity (NID) Card
  2. Correction in the National Identity (NID) Card or Change of Photos in the National Identity (NID) Card cannot be done in the Consulate
  3. Only new applications will be processed. Holder of Bangladeshi National Identity (NID) Card must not apply,
  4. Fees: No Fees

Upazila Election Officer in Bangladesh will request the person in Bangladesh mentioned by the applicants for Documents (i.e. copy of Birth Certificate, Copy of Passport, Parents Birth certificate, Parents Passport, Parents National Identity (NID) Cards, Parents Nationality Certificate, Utility Bills of the House etc.) during the verification of the applicant’s age, Nationality and address. The applicants are requested to keep these documents handy. Applicants may not get National Identity (NID) Card if the contact person fails to provide the required documents.